ব্যবসায়িক স্থিতিশীলতায় জেনারেল লায়াবিলিটি ইন্স্যুরেন্সের গুরুত্ব
রাজ কিরণ দাস: বর্তমান ব্যবসায়িক পরিবেশে ঝুঁকি একটি অবিচ্ছেদ্য অংশ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যেমন প্রতিদিন নতুন নতুন সুযোগের মুখোমুখি হচ্ছেন, তেমনি অনিশ্চয়তা এবং আর্থিক ক্ষতির সম্ভাবনাও বাড়ছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অধিকাংশ ব্যবসায়ী এখনো বাণিজ্যিক বীমার প্রকৃত কভারেজ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না। অনেকেই প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করেননি, আবার কেউ কেউ বহু বছর ধরে বীমার শর্তাবলি হালনাগাদ করতে ভুলে গেছেন। এতে ব্যবসার আর্থিক নিরাপত্তা ও টিকে থাকার সম্ভাবনা বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে।
জেনারেল লায়াবিলিটি ইন্স্যুরেন্স ব্যবসার ঝুঁকি ব্যবস্থাপনার অন্যতম মূল ভিত্তি। এটি এমন এক সুরক্ষা ব্যবস্থা যা ব্যবসা পরিচালনার সময় উদ্ভূত নানা দাবি ও ক্ষতির বিরুদ্ধে আর্থিক সহায়তা প্রদান করে। ব্যবসা প্রতিষ্ঠান বা কার্যক্রমের কারণে কেউ আহত হলে তার চিকিৎসা ব্যয়, আইনগত খরচ ও ক্ষতিপূরণ বহনে এই বীমা কার্যকর ভূমিকা রাখে। একইভাবে ব্যবসার কারণে অন্যের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত বা প্রতিস্থাপনের ব্যয়ভার গ্রহণের সুযোগ তৈরি হয়। ছোটখাটো দুর্ঘটনার চিকিৎসা খরচ মেটানো থেকে শুরু করে মানহানি, কপিরাইট লঙ্ঘন কিংবা বিভ্রান্তিকর প্রচারণার মতো জটিল বিষয়েও এই কভারেজ সহায়তা করে। এমনকি কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার কারণে পরবর্তীতে ক্ষতি হলে তাতেও সুরক্ষা পাওয়া যায়।
এ বীমার সবচেয়ে বড় শক্তি হলো ব্যবসাকে আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করা। হঠাৎ কোনো বড় মামলা বা আইনি দাবি একটি সফল প্রতিষ্ঠানকেও অল্প সময়ে দেউলিয়া করে দিতে পারে। জেনারেল লায়াবিলিটি ইন্স্যুরেন্স সেই অপ্রত্যাশিত ক্ষতির বিরুদ্ধে একটি সুরক্ষাবলয় তৈরি করে। পাশাপাশি এটি ব্যবসায়ীদের মানসিক শান্তি দেয়, ফলে তারা ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় না থেকে ব্যবসার প্রসার ও উন্নয়নে মনোযোগী হতে পারেন।
এছাড়া ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নেও এ বীমা কার্যকর ভূমিকা রাখে। অনেক সময় ক্লায়েন্ট বা ব্যবসায়িক অংশীদাররা চুক্তির শর্ত হিসেবে বীমার প্রমাণপত্র চান। এটি প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা বৃদ্ধি করে এবং বিশ্বাসযোগ্যতা বাড়ায়। এক্ষেত্রে বীমা কেবল একটি কভারেজ নয়, বরং একটি ব্যবসার পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
অর্থনীতিবিদদের মতে, প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনের জন্য ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া জরুরি। জেনারেল লায়াবিলিটি ইন্স্যুরেন্স সেই ব্যবস্থাপনার অপরিহার্য উপাদান, যা শুধু আর্থিক ও আইনি সুরক্ষা প্রদান করে না, বরং একটি ব্যবসাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী ও টেকসই করে তোলে।