আইডিআরএ'র সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিরসন প্রয়োজন

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদক মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল এই পত্রিকায় প্রকাশিত ‘আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রী রিয়ার বিরুদ্ধে দুদকের দুটি মামলার সিদ্ধান্ত’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এই প্রতিবেদন অনুযায়ী জ্ঞাত আয় এবং উৎসের বাইরে বিপুল পরিমান সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যেতে পারে যে, আইডিআরএ’র বর্তমান এবং সাবেক চেয়ারম্যানগণের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ শোনা যায়।
আশাকরি স্বচ্ছতার খাতিরে এবং জনস্বার্থে দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে পূর্ণ তদন্তের মাধ্যমে সকল অভিযোগ নিরসনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।




