বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষ তালিকায় রূপালী লাইফ
নিজস্ব প্রতিবেদক: শেষ সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে থাকা কোম্পানির তালিকায় বীমাখাতের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরণের উত্থান ঘটেছে।
অপরদিকে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় এক শ্রেণীর বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার বড় অঙ্কের লেনদেন হয়নি।
সপ্তাহেজুড়ে (১ থেকে ৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৩ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৬৮ লাখ টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ার বিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় মূল্য বেড়েছে। সপ্তাহজুড়ে শেয়ার মূল্য বেড়েছে ১৭ দশমিক ৫৩ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৮ টাকা ১০ পয়সা।
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪৬ টাকা ২০ পয়সা।
ডিএসইর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৩১ দশমিক ৬৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪২ দশমিক ৬১ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৫ দশমিক ৭১ শতাংশ শেয়ার।