লেনদেন হয়নি নিটল ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্সের লিমিটেডের কোন লেনদেন হয়নি। দিনের লেনদেন শেষে দেখা যায়, নিটল ইন্স্যুরেন্স ছাড়া বীমাখাতের বাকি ৪৬টি কোম্পানির স্বাভাবিক লেনদেন হয়েছে।

লেনদেন না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক শফিকুর রহমান বলেন, সাধারণত কোন কোম্পানির রেকর্ড ডেট কিংবা এজিএম থাকলে তাদের লেনদেন হয় না। এছাড়াও প্রযুক্তিগত কোন সমস্যা থাকলেও লেনদেন না হওয়ার সম্ভাবনা থাকে।

এ বিষয়ে কোম্পানির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইনের কাছে জানতে চাইলে তিনি ইন্স্যুরেন্সনিউজবিডি’কে জানান, কোম্পানিতে আজ রেকর্ড ডেট বা কোন বোর্ড সভা ছিল না। একই সাথে প্রযুক্তিগত কোন সমস্যাও ছিল না। এমনকি এ ব্যাপারে কোন নোটিশও ছিল না। তবে লেনদেন না হওয়ার কোন কারণ তিনি দেখছেন না।

নিটল ইন্স্যুরেন্সের গতকাল শেয়ার প্রতি দশমিক ২০ পয়সা করে কমে প্রতি শেয়ারের দাম দাঁড়ায় ২৬ টাকা ১ পয়সা।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানি কর্তৃপক্ষ ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০১৪ সালে বোনাসের পরিমাণ ছিল ১২ শতাংশ এবং ২০১৩ সালেও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩১ কোটি ২০ লাখ টাকা।