এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা আজ
নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষণা অনুযায়ী আর্থিক বছর শেষ হওয়ায় বিনিয়োগকারীদের জন্য আজ মঙ্গলবার ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করবে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। বোর্ড সভায় কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হবে।
ডিএসই তথ্য সূত্র অনুযায়ী, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের আজকের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরে কোম্পানি কর্তৃপক্ষ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিলো ১.৫০ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছিল ১৬.৭৪ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছিল ২.২৫ টাকা। ২০১৪ সালে কোম্পানিটির লভ্যাংশের পরিমাণ ছিল ১০ শতাংশ।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ’এ’ ক্যাটাগরির কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২ কোটি ৪০ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ ৪২ কোটি ৩ লাখ ৫০ হাজার। এরমধ্যে পরিচালকদের শেয়ার রয়েছে ৪৭.১৫ শতাংশ, প্রতিষ্ঠানের ২৯.৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের ০.০২ শতাংশ এবং সাধারণ জনগণের ২৩.০৩ শতাংশ।