তাকাফুল ইন্স্যুরেন্স

শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৩ শতাংশ, আয় কমেছে ১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সালে সমাপ্ত বছরে শেয়ারপ্রতি সম্পদ বাড়লেও আয় কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ননলাইফ বীমা কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের। ২০১৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৫ পয়সা। ২০১৬ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ এ বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১৯ পয়সা করে কমেছে, এই কমার হার ১৪ শতাংশ।

অন্যদিকে ২০১৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৩৫ পয়সা, ২০১৬ সালে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৯ টাকা। অর্থাৎ এ বছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে ৪৪ পয়সা। এই বৃদ্ধির হার প্রায় ৩ শতাংশ।

একইসঙ্গে কোম্পানিটির এবছরে শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১ টাকা ৮৯ পয়সা। গত বছর যার পরিমাণ (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৬৫ পয়সা।

বিনিয়োগকারীদের জন্য ২০১৬ সমাপ্ত বছরে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। গত বছরও কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে।

২০১৪ সালে কোম্পানিটির প্রিমিয়াম আয় ছিল ৩৬১ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা। ২০১৫ সালে ২৮ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা কমে প্রিমিয়াম আয় দাঁড়ায় ৩৩৩ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা।

তবে কোম্পানিটির ২০১৫ সালে ৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৩৮০ টাকা বেড়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৯৫ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা। যেখানে ২০১৪ সালে মোট সম্পদ ছিল ৭৮৪ কোটি ৯ লাখ ৫১ হাজার টাকা।

কোম্পানিটির মোট ৩ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৩৮৯টি শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ১ কোটি ৫৪ লাখ ২০ হাজার ৮০৪টি শেয়ার যা মোট শেয়ারের ৪২ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটির প্রতিষ্ঠানিক শেয়ারে পরিমাণ ৯৯ লাখ ৩৭ হাজার ৬১১টি বা ২৭ দশমিক ৫৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের রয়েছে ৫৪ হাজার ১৪৬টি শেয়ার বা দশমিক ১৫ শতাংশ এবং সাধারণজনগণের রয়েছে ১ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৮২৭টি শেয়ার বা মোট শেয়ারের ২৯ দশমিক ৬০শতাংশ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ মে সকাল ১০টায় রাজধানী ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।

আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার কোম্পানিটির এ সংক্রান্ত রেকর্ড ডেট চলছে। এ কারণে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে আজ। আগামী কার্যদিবস থেকেই আবার স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানিটির শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।