কর্নফুলী ইন্স্যুরেন্সে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৮৯ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ননলাইফ বীমা কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ২০১৬ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৮৯ শতাংশ। একইসাথে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ২ শতাংশ এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে দশমিক ৬২ শতাংশ। ডিএসইতে কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ সভায় ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পনিটি এর আগে ২০১৫ সালে ১০ শতাংশ নগদ এবং ২০১৪ সালে ৫ শতাংশ বোনাস লভাংশ দিয়েছিল।
২০১৬ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৬ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল দশমিক ৪৭ পয়সা। অর্থাৎ এ বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে দশমিক ৮৯ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ১৮৯ দশমিক ৩৭ শতাংশ।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫০ পয়সা। গত বছরে একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ১১ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বৃদ্ধি পেয়েছে দশমিক ৩৯ পয়সা বা ২ শতাংশ।
একইভাবে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ দশমিক ৩৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে (এনওসিএফপিএস) ১ টাকা শুন্য ১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ছিল দশমিক ৬২ পয়সা। অর্থাৎ শতকরা হিসেবে এবছর শেয়ারপ্রতি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে দশমিক ৬৩ শতাংশ।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ জুন সকাল ১০.৩০ এ রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ মে নির্ধারণ করা হয়েছে।