রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারহোল্ডারদের জন্য রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টকসহ ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদ হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদরে সম্মতিক্রমে ২০১৬ সালের জন্য এ লভ্যাংশ অনুমোদন হয়।
বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিষ্ঠানটির ২০১৬ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৩ পয়সা। যা আগের বছরে ছিল ৪ টাকা ১ পয়সা। অর্থাৎ এ বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫২ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ দাড়ায় ১৩ শতাংশ।
সদ্য সমাপ্ত বছরে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ৫৫ টাকা ৮১ পয়সা। যা গত বছর ছিল ৫২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বেড়েছে ৩ টাকা ২১ পয়সা বা ৬ শতাংশ।
তবে এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএ) পরিমাণ কমেছে ১ টাকা ৯৫ পয়সা। ২০১৬ সাল শেষে কোম্পানিটির এনওসিএফপিএ দাঁড়িয়েছে দশমিক ৫৬ পয়সা। গত বছর যা ছিল ২ টাকা ৫১ পয়সা। অর্থাৎ শেষ বছর শেয়ার প্রতি নগদ প্রবাহের পরিমাণ কমেছে ৭৮ শতাংশ।
কোম্পানিটির মোট ৭ কোটি ৯০ লাখ ৯ হাজার ৮২টি শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ৫ কোটি ৭৫ হাজার ৯৫৬টি শেয়ার। যা মোট শেয়ারের ৬৩ দশমিক ৩৮ শতাংশ। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ারে রয়েছে ৪২ লাখ ৫৮ হাজার ৫৮৯টি বা ৫ দশমিক ৩৯ শতাংশ। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৫৩৬টি শেয়ার বা ৩১ দশমিক ২৩ শতাংশ।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, শেষ বছরে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ব্যবসা বা প্রিমিয়াম আয় বেড়েছে। ২০১৫ সালে কোম্পানিটির প্রিমিয়াম আয় ছিল ২২৭ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। ২০১৬ সালে ২১ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকা বেড়ে তা দাঁড়িয়েছে ২৪৮ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা। আর্থাৎ এক বছরে প্রিমিয়ম আয় বেড়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ।
২০১৬ সালে কোম্পানিটির কর পূর্ব মুনাফ হয়েছে ৪৯ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৩৭৫ টাকা এবং কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৫ কোটি ৭৭ লাখ ৫২ হাজার ১ টাকা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩১ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৩৪৩ টাকা এবং ৪৫ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা।
কোম্পানিটির মোট সম্পদের পরিমান ২০১৬ সাল শেষে দাঁড়িয়েছে ৬৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা যা ২০১৫ সালে ছিল ৬৩১ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা । অর্থাৎ এক বছরে কোম্পানিটির সম্পদ বেড়েছে ২৮ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার। শতকরা হিসেবে যার পরিমাণ ৪ দশমিক ৫৫ শতাংশ।