নিটল ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট আজ

নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে বেসরকারি ননলাইফ বীমা কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ মে মঙ্গবার কোম্পানিটির সংক্রান্ত রেকর্ড ডেট চলছে। কারণে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে আজ। রেকর্ড ডেটের পরদিন অর্থাৎ আগামী কার্যদিবস থেকেই শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

নিটল ইন্স্যুরেন্সের ২০১৬ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৭৭ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল টাকা ৬৩ পয়সা। অর্থাৎ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৪ পয়সা।

অন্যদিকে, ২০১৬ সালে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৮ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ২৩ টাকা ৯৮ পয়সা। অর্থাৎ শেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ২০ পয়সা।

একইভাবে সমাপ্ত বছরের প্রতিবেদনে দেখাযায় কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে। ২০১৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ ছিল টাকা ৬৪ পয়সা এবং ২০১৬ সালে সমাপ্ত বছরে যার পরিমাণ দাঁড়িয়েছে টাকা পয়সা। অর্থাৎ শেষ বছরে কোম্পানির শেয়ার প্রতিনগদ প্রবাহের পরিমাণ বেড়েছে টাকা ৬১ পয়সা।

কোম্পাানিটির মোট কোটি ১২ লাখ ১২ হাজার ২৬৫টি শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৯১২টি শেয়ার যা মোট শেয়ারের ৪৪.২৯ শতাংশ। প্রতিষ্ঠানিক শেয়ারের পরিমাণ ৬৫ লাখ ১০ হাজার ৮৭৮টি শেয়ার বা ২০.৮৬ শতাংশ এবং সাধারণ জনগণের রয়েছে কোটি লাখ ৭৭ হাজার ৪৭৪টি শেয়ার বা মোট শেয়ারের ৩৪.৮৫ শতাংশ।

বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখাযায়, ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। একইভাবে গত বছর ১২ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০১৪ সালে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৪ জুন বেলা ১১ টায় ঢাকা ক্যান্টনমেন্টের ট্রাস্ট মিলনয়তনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আজ মে মঙ্গলবার কোম্পানিটির সংক্রান্ত রেকর্ড ডেট চলছে।