জনতা ইন্স্যুরেন্সের সিকিউরিটি ক্রয়ে ঋণ সুবিধা না দিতে ডিএসইর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের কোন সিকিউরিটিজ ক্রয়ের জন্য ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার্স এবং মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ জানানো হয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। ৩ মে ২০১৭  থেকে নির্দেশনাটি কার্যকর হবে।

২০০৯ সালের ১ অক্টোবরের বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সেন্জ কমিশন (বিএসইসি)'র জারিকৃত এসইসি /সিএমআরআরসিডি /২০০১-৪৩/১৬৯ নম্বর নির্দেশিকা অনুসারে এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।