সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় বেড়েছে ৯ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: গত বছরের তুলণায় ২০১৬ সমাপ্ত বছরে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় বেড়েছে ৯ শতাংশ। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ ২০১৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৩ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ ৯ দশমিক ৪৪ শতাংশ।
বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বেসরকারি ননলাইফ বীমা কোম্পানিটি। আজ ৭ মে রোববার কোম্পানিটির এ সংক্রান্ত রেকর্ড ডেট চলছে। এ কারণে আজ পুঁজিবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকবে কোম্পানিটির। রেকর্ড ডেটের পরদিন অর্থাৎ আগামী কার্যদিবস থেকেই শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৬ সালে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬০ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ১৪ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ সমাপ্ত বছরেকোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ৯৩ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ ৬ দশমিক ৩৩ শতাংশ।
তবে, কোম্পানিটির ২০১৬ সালে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ ৪৪ পয়সা করে কমেছে। ২০১৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ ছিল ১ টাকা ১ পয়সা এবং ২০১৬ সালে সমাপ্ত বছরে যার পরিমাণ দাঁড়িয়েছে দশমিক ৫৭ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। একইভাবে ২০১৪, ২০১৩, ২০১২ এবং ২০১১ সালে ১০ শতাংশ করে বোনাস লভাংশ দিয়েছিল কোম্পানিটি।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৫ জুন বেলা ১১.৩০ টায় রাজধানী ঢাকার দিলকুশায় অবস্থিত বিসিআইসি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। আজ ৭ মে রোববার কোম্পানিটির এ সংক্রান্ত রেকর্ড ডেট চলছে।