গেইনারের শীর্ষে সেন্টাল ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বীমাখাতের সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার প্রতি ৯ দশমিক ৬৮ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।
ডিএসই তথ্য অনুযায়ী, দিনের লেনদেন শেষে কোম্পানিটির মূল্য সূচক বেড়েছে ১ দশমিক ৮০ টাকা। শেয়ার প্রতি কোম্পানিটির লেনদেন শুরুর দর ছিল ১৯ টাকা ৬০ পয়সা এবং দিনশেষে দর দাড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আজকের লেনদেনে শেয়ার দর বেড়েছে ৮০ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ দাড়ায় ৯ দশমিক ৬৮ শতাংশ।
কোম্পানিটির আজ ১৯ হাজার ৮৪৭টি শেয়ার ৩৫ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা।