প্রথম প্রান্তিকে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৬৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬৪ শতাংশ। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ কালে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’১৭-মার্চ’১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫১ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩১ পয়সা। এ হিসেবে কোম্পানিটির প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ৬৪ দশমিক ৫২ শতাংশ।
শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২১ পয়সা, গত বছর একাই সময়ে যার পরিমাণ ছিল ৯ পয়সা। অর্থাৎ কোম্পানিটির প্রথম প্রান্তিকে কার্যকরী নগদ প্রবাহ বেড়েছে ১৩৩ শতাংশ।
শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ৪২ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ২৪ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সম্পদ মূল্য বেড়েছে ১ টাকা ৬ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ ৪ দশমিক ৩৬ শতাংশ।