সপ্তাহের শুরুতে ৩৫ বীমা শেয়ার দর বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস উত্থান প্রবনতায় শুরু করেছে বীমাখাত। সার্বিক পুঁজিবাজারও আজ ভালো অবস্থানে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে আজ বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এর আগে টানা তিন দিন উত্থানে ছিলো বীমা খাত। আগের সপ্তাহের সে ধারা চলতি সপ্তাহেও ধরে রেখে প্রথম কার্যদিবসের লেনদেন শেষ করেছে বীমাখাত। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে আজ সবগুলো কোম্পানির শেয়ার লেনদেন হয়। দিনের লেনদেন শেষে দেখা যায়, ৪৭টি কোম্পানির মধ্যে আজ ৩৫টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। আজ শেয়ার দর কমেছে ১০টি কোম্পানির। গতকাল এ সংখ্যা ছিলো ১৮টি। আজ তা কমে দাঁড়িয়েছে ১০টিতে। আর তালিকাভুক্ত বাকি ২টি কোম্পানির শেয়ার লেনদেনে কোনো পরিবর্তন হয়নি।
আজ রবিবার যে ৩৫ টি কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, বিএনআইসিএল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।
আর যে ১০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।
যে ২টি শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি। কোম্পানি দুইটি হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
প্রকাশের তারিখ- ১১ ফেব্রুয়ারি, ২০১৭