প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: পূর্ব নির্ধারিত এজিএমের তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের নন লাইফ বীমা কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১০ জুন ২০১৭ তারিখে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় অনিবার্য কারণবশত এজিএমের তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়। পর্ষদ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ জুন অত্র এজিএম অনুষ্ঠিত হবে। এছাড়া কোম্পানির অন্যান্য তথ্যগুলো অপরিবর্তিত থাকবে বলে কোম্পানির পক্ষথেকে জানানো হয়।