প্রথম প্রান্তিকে

গ্রীন ডেল্টার শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ৬ টাকা ৩৮ পয়সা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের গতবছরের তুলনায় প্রথম প্রান্তিকে (জানুয়ারি১৭-মার্চ১৭) শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ৬ টাকা ৩৮ পয়সা বা ৮ দশমিক ৬৭ শতাংশ। গত রোববার কোম্পানির পর্ষদ সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ কালে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি-মার্চ১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা। গত বছরে একই সময় যার পরিমাণ ছিল ৭৩ টাকা ৬২ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে গতবছরের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ৬ টাকা ৩৮ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ৬ দশমিক ৩৮ শতাংশ।

এছাড়া প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৭ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ২১ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ দশমিক ৩২ শতাংশ।

অন্যদিকে, কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৮৪ পয়সা। ২০১৬ সালে একই সময়ে কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ ছিল ১ টাকা ৬৩ পয়সা।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। একইভাবে ২০১৫ সালে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।