২২ বীমার দর বাড়লেও কমেছে ১৯টির
নিজস্ব প্রতিবেদক: টানা উত্থানে দেশের সার্বিক পুঁজিবাজার। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের মিশ্র প্রবণতা বিরাজ করছে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ২২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে সার্বিক বাজার সেখানে উত্থানে সেখানে আজ শেয়ার দর পতন হওয়া বীমা কোম্পানির সংখ্যা কম নয়। আজ শেয়ার দর পতন হয়েছে ৪৭টি কোম্পানির মধ্যে ১৯টি কোম্পানির। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে আজ সব কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দিনের লেনদেন শেষে দেখা যায়, ৪৭টি কোম্পানির মধ্যে আজ ২২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। অন্যদিকে শেয়ার দর কমেছে ১৯টি আর তালিকাভুক্ত বাকি ছয়টি কোম্পানির শেয়ার দর লেনদেনে কোনো পরিবর্তন হয়নি।
এদিকে সার্বিক বাজার বিশ্লেষনে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৮ টি কো¤পানির ৩৭ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ৩৭২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে আজ মোট লেনদেনের পরিমাণ ১৩৯৩ কোটি ১৯ লাখ ১১ হাজার ৬৩ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯.৭৮ পয়েন্ট বেড়ে ৫৬৩৫.১১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.১৫ পয়েন্ট বেড়ে ২০৩৭.৩৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.৬০ পয়েন্ট বেড়ে ১৩১২.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩২৮ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২৬ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টি কোম্পানির শেয়ার দর।
প্রকাশের তারিখ- ২৬ ফেব্রুয়ারি, ২০১৭