স্পট মার্কেটে যাচ্ছে ৪ বীমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আগামী২৩ মে বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটকে কেন্দ্র করে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪টি কোম্পানি। কোম্পানি ৪টি হলো- ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স। কোম্পানিগুলোর রেকর্ড ডেট কে কেন্দ্র করে ২১ মে এবং ২২ মে অর্থাৎ রোববার এবং সোমবার কোম্পানিগুলোর শেয়ার শুধুমাত্র স্পট ও ব্লক মার্কেট কেনাবেচা হবে। এ কারণে ২১ মে এবং ২২ মে পুঁজিবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকবে।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিচালনা পর্ষদ। ২০১৬ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ১৫ পয়সা। একইসাথে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ৬১ পয়সা, ২০১৫ সালে যা ছিল ১৩ টাকা ৩৮ পয়সা। শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা। যা আগের বছর এই সময়ে ছিল ৭৮ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২২ জুলাই সকাল ১০.৩০ টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, মাল্টিপারপাস হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ফিনিক্স ইন্স্যুরেন্স: সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ফিনিক্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ২০১৬ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। একইসাথে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৪ টাকা ৬৪ পয়সা, ২০১৫ সালে যা ছিল ৩০ টাকা ৯৭ পয়সা। শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭৭ পয়সা। যা আগের বছর এই সময়ে ছিল ৩ টাকা ৩৭ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২১ জুন বেলা ১২.৩০ টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, মুক্তিযোদ্ধা হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

প্রভাতী ইন্স্যুরেন্স: সমাপ্ত বছরের জন্য ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে মার্কেন্টাইল প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ২০১৬ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৮২ পয়সা। একইসাথে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৫৯ পয়সা। ২০১৫ সালে যা ছিল ১৬ টাকা ২৬ পয়সা। শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬৬ পয়সা। যা আগের বছর এই সময়ে ছিল ১ টাকা ৩২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৯ জুলাই বেলা ১১.০০ টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিবি ভবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

রিপাবলিক ইন্স্যুরেন্স: সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৭০ পয়সা। একইসাথে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ৭৭ পয়সা, ২০১৫ সালে যা ছিল ১৪ টাকা ৬৩ পয়সা। শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে২৫ পয়সা। যা আগের বছর এই সময়ে ছিল ৭৭ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৪ জুন বেলা ১১.০০ টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনয়ন হল, আইডিইবি ভবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।