এশিয়া ইন্স্যুরেন্সের এজিএম আজ
নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বেসরকারি ননলাইফ বীমা কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আজ ২১ মে বেলা ১১ টায় রাজধানী ঢাকার গুলশান -১ এ কিংস হলের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া ইন্স্যুরেন্সের ২০১৬ সালে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৬ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ১৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সমাপ্ত বছরে শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ৫৬ পয়সা।
অন্যদিকে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৩৯ পয়সা করে । ২০১৬ অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১ টাকা ২১ পয়সা।
তবে কোম্পানিটির ২০১৬ সালে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ কমেছে শুন্য দশমিক শুন্য ৫ পয়সা করে । ২০১৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ ছিল ১ টাকা ৫৩ পয়সা এবং ২০১৬ সালে সমাপ্ত বছরে যার পরিমাণ দাঁড়িয়েছে ১ টাকা ৪৮ পয়সা।
কোম্পাানিটির মোট ৪ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৮৫৮টি শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ১ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ২৩২টি শেয়ার যা মোট শেয়ারের ৪১.৫৬ শতাংশ। প্রতিষ্ঠানিক শেয়ারের পরিমাণ ১ কোটি ৫২ লাখ ৬৯ হাজার ৪৬১টি শেয়ার বা ৩২.৪৪ শতাংশ এবং সাধারণ জনগণের রয়েছে ১ কোটি ২২ লাখ ৩৮ হাজার ১৬৩টি শেয়ার বা মোট শেয়ারের ২৬ শতাংশ।
২০১৫ সালে কোম্পানিটির নেট প্রিমিয়াম আয় ছিল ৩০ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা, কর পরবর্তি মুনাফা মুনাফা ৫ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা এবং মোট সম্পদের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা।
২০১৪ সালে নেট প্রিমিয়াম আয় ছিল ২৪ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা। কর পরবর্তি মুনাফার পরিমাণ ছিল ৫ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা এবং মোট সম্পদের পরিমাণ ছিল ১৪৬ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর একইভাবে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।