স্পট মার্কেটে যাচ্ছে ৩ বীমা কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: ২৫ মে বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটকে কেন্দ্র করে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৩টি কোম্পানি। কোম্পানি ৩টি হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটকে কেন্দ্র করে ২৩ মে এবং ২৪ মে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার শুধু স্পট ও ব্লক মার্কেটে শেয়ার কেনাবেচা হবে কোম্পানিগুলোর। এ কারণে ২৩ মে এবং ২৪ মে পুঁজিবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকবে কোম্পানি ৩টির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১১ জুন সকাল ১০.৩০ টায় রাজধানী ঢাকার গুলশান সার্কেল -২এ অবস্থিত ডেল্টা লাইফ টাওয়ারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ফেডারেল ইন্স্যুরেন্স: সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ২০১৬ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা, আগের বছর যা ছিল ৩১ পয়সা। একইসাথে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১১ টাকা ৪৭ পয়সা, ২০১৫ সালে যা ছিল ১১ টাকা ২৭ পয়সা। শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪৮ পয়সা। যা আগের বছর এই সময়ে ছিল ৩ টাকা ৭৩ পয়সা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৭ জুলাই বেলা ১০.৩০ টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনয়াতন (প্রথম তলা), আইডিইবি ভবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সোনার বাংলা ইন্স্যুরেন্স: সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ২০১৬ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৫৯ পয়সা। একইসাথে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৬৬ পয়সা। ২০১৫ সালে যা ছিল ১৫ টাকা ১৫ পয়সা। শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪১ পয়সা। যা আগের বছর এই সময়ে ছিল ৩৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৭ জুলাই বেলা ১১.০০ টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিবি ভবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।