প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১২% নগদ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত বৃহস্পতিবার (১২ আগস্ট) ডিজিটার প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান।
কোম্পানির পরিচালক আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মদ আব্দুল আউয়াল, নিলুফার কামাল, এএসএম মহিউদ্দিন মোনেম, তাবিথ এম আউয়াল, মো. শফিউর রহমান, মো. আব্দুল হামিদ, নিগার জাহান চৌধুরী, মুহাম্মদ জামালুদ্দিন, ড. রাশেদ আল মাহমুদ তিতুমির এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম সভায় উপস্থিত ছিলেন।
শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মুহাম্মদ শাহাদত হোসেন ভূঁঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।