বিতরণ করা হয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ঘোষিত ডিভিডেন্ড
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ননলাইফ বীমা কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে শেষ হওয়া বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশটি বিইএফটিএন এর মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক একাউন্টে বিতরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ১৪ মে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত লভ্যাংশটি অনুমোদন দেয়া হয়। একইভাবে গত বছর বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
এদিকে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ২ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৯ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ ৩ শতাংশ। একই ভাবে ২০১৪ সালে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯২ পয়সা এবং ২০১৩ সালে ছিল ২ টাকা ৭৭ পয়সা।
২০১৬ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৪ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ২৬ টাকা ৪২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য বেড়েছে ২ টাকা ২২ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ প্রায় ৮ শতাংশ। একইভাবে ২০১৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৭৫ পয়সা এবং ২০১৩ সালে ছিল ২৩ টাকা ৮২ পয়সা।
অন্যদিকে, কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৮৪ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ২৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহের পরিমাণ বেড়েছে ৫৯ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ প্রায় ৭০শতাংশ। একইভাবে ২০১৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহের পরিমাণ ছিল ৭২ পয়সা।
কোম্পাানিটির মোট ৪ কোটি ২০ লাখ শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ২ কোটি ৫ লাখ ৯২ হাজার ৬০০টি শেয়ার যা মোট শেয়ারের ৪৯.০৩ শতাংশ। প্রতিষ্ঠানের রয়েছে ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৮০০টি শেয়ার বা ২৫.৮৯ শতাংশ এবং জনগণের রয়েছে ১ কোটি ৫ লাখ ৩৩ হাজার ৬০০টি শেয়ার বা মোট শেয়ারের ২৫.০৮ শতাংশ।
২০১৬ সালে কোম্পানিটির কর পরবর্তি মুনাফা হয়েছে ১২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা গত বছরে যার পরিমাণ ছিল ১২ কোটি ৪৩ লাখ টাকা এবং ২০১৪ সালে যার পরিমাণ ছিল ১১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
কোম্পানিটির বর্তমান নীট সম্পদের পরিমাণ ১২০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা গত বছর যার পরিমাণ ছিল ১১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা এবং ২০১৪ সালে যার পরিমাণ ছিল ১০৩ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।