গেইনারের শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শতকরা হিসাবে বীমাখাতের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। একই সাথে গেইনারের শতকরা হিসাবের দিক দিয়ে সার্বিক বাজারে ৭ম স্থানে রয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি দিনের সংশোধিত লেনদেন শুরুর দর ছিল ২৯ টাকা ২০ পয়সা এবং দিনশেষে শেয়ার প্রতি সমাপনী দর দাড়ায় ৩০ টাকা ৩০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আজ শেয়ার প্রতি মূল্য সূচক বেড়েছে ১ টাকা ১০ পয়সা। শতকরা হিসাবে যার পরিমাণ দাঁড়ায় দশমিক ৭৭ শতাংশ।

কোম্পানিটির আজ ২৬ হাজার ১৭৭টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়ে লেনদেন হয়। যার বর্তমান বাজার মূল্য ১২৫ কোটি ৮৮ লাখ ১৬ হাজার টাকা।