সোনার বাংলা ইন্স্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের নন লাইফ বীমা কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৭ জুলাই বেলা ১১ টায় বার্ষিক রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিবি ভবনে সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবার কথা ছিল কোম্পানিটির। তবে অনিবার্য কারণবশত কোম্পানির ১৭ তম এজিএমটি ২৭ শে জুলাই এর পরিবর্তে ৩০ জুলাই ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। এছাড়া কোম্পানির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে বলা হয়েছে কোম্পানির পক্ষথেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৬ সমাপ্ত বছরের কোম্পানিটির আর্থিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৫৯ পয়সা। একইসাথে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৬৬ পয়সা। ২০১৫ সালে যা ছিল ১৫ টাকা ১৫ পয়সা। শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪১ পয়সা। যা আগের বছর এই সময়ে ছিল ৩৫ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ৪৯ পয়সা ইপিএস দেখিয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, আগের বছর একই সময়ে যা ছিল ৩৯ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ২৬ পয়সায়।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় সোনার বাংলা ইন্স্যুরেন্স। ২০১৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৪ সালে ইপিএস ছিল ২ টাকা ৬ পয়সা।
ডিএসইতে এ শেয়ারের সর্বশেষ দর ছিল ১৫ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১২ টাকা ২০ পয়সা থেকে ২১ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।
২০০৬ সালে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩১ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভ ১৬ কোটি ৭৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ২৯ দশমিক ৯৬ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫ দশমিক ৩৮ ও বাকি ৪৪ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।