অগ্রণী ইন্স্যুরেন্সের এজিএম আজ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সমাপ্ত বছরে ঘোষিত লভ্যাংশ অনুমোদন, কোম্পানির ব্যালান্স শিট, আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আজ সোমবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করেছে অগ্রণী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। আজ ১২ জুন বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশে অত্র এজিএম আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৬ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ১৭ টাকা ১৩ পয়সা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ২ টাকা শুন্য ৭ পয়সা। গত বছরে একই সময়ে যার পরিমাণ ছিল শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৮৫ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ১৬ টাকা ৫০ পয়সা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১ টাকা ৩১ পয়সা।
সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০১৬ বছরের জন্য ৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক সহ মোট ১০ শতাংশ লভাংশের শুপারিশ করেছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। একইভাবে ২০১৫ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ১২ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ২৬ টাকা ৪০ পয়সা।
বোনাস শেয়ার সমন্বয়ের পর সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজার দরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১০ দশমিক ৩৮, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১০ দশমিক ৬৭।