স্পট মার্কেটে যাচ্ছে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটকে কেন্দ্র করে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। আগামীকাল থেকে অর্থাৎ ১৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে কেনাবেচা হবে। এ কারণে ১৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত পুঁজিবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকবে কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ২০১৬ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৫৯ পয়সা। একইসাথে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ২৬ পয়সা, ২০১৫ সালে যা ছিল ১৭ টাকা ৯১ পয়সা। একইভাবে ২০১৬ সালে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪০ পয়সা। গত বছরে একই সময়ে যার পরিমাণ ছিল ২ পয়সা।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৭ জুলাই রাজধানীর গুলশান ১ এ অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে এজিএম আয়োজন করবে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৫ জুলাইয়ে নির্ধারণ করা হয়েছে।