লুজারের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতের শেয়ার লেনদেনে দাম কমায় শতকরা হিসেবে শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বেসরকারী প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। একই সাথে সার্বিক বাজারে লুজাররের দিক দিয়ে শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ১০ম স্থানে রয়েছে কোম্পানিটি। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবারের লেনদেনে কোম্পানিটির শেয়ার প্রতি সংশোধিত লেনদেন শুরুর দর ছিল ৬৬ টাকা এবং দিনশেষে শেয়ার প্রতি সমাপনী দর দাড়ায় ৬৪ টাকা ৪০ পয়সা। অর্থাৎ দিনের লেনদেন শেষে শেয়ার প্রতি মূল্য সূচক ১ টাকা ৬০ পয়সা করে কমেছে কোম্পানিটির। শতকরা হিসাবে যার পরিমাণ দাঁড়ায় ২ দশমিক ৪৩ শতাংশ।
এদিনে কোম্পানিটির ১ হাজার ৫৬২টি শেয়ার ৭ বার হাত বদল হয়ে লেনদেন হয়। যার বর্তমান বাজার মূল্য ৮৪ কোটি ৯১ লাখ ৪১ হাজার টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধনের পরিমাণ ৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ ১ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৭৭৬টি যার মধ্যে ৫৭ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১৮ দশমিক ৪০ শতাংশ সধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।