বুধবার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বার্ষিক সাধারণ সভার এজিএমকে কেন্দ্র করে আজ বুধবার রের্কড ডেট চলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের। এ কারণে এদিনে শেয়ার লেনদেন বন্ধ থাকবে কোম্পানিটির। আগামী কার্যদিবস অর্থাৎ ৬ জুলাই, বৃহস্পতিবার থেকেই আবার স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানিটির শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ২০১৬ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৫৯ পয়সা। একইসাথে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ২৬ পয়সা, ২০১৫ সালে যা ছিল ১৭ টাকা ৯১ পয়সা। একইভাবে ২০১৬ সালে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪০ পয়সা। গত বছরে একই সময়ে যার পরিমাণ ছিল ২ পয়সা।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৭ জুলাই রাজধানীর গুলশান ১ এ অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে এজিএম আয়োজন করবে কোম্পানিটি।