রূপালী ইন্স্যুরেন্সের এজিএম বুধবার
নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সমাপ্ত বছরে ঘোষিত লভ্যাংশ অনুমোদন, কোম্পানির ব্যালান্স শিট, আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ননলাইফ বীমা কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ ৫ জুলাই বুধবার বেলা ১১ টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত ইম্পেরিয়াল কনভেনশন সেন্টার (৫ম তলা), ৬৮/ বি, মালিবাগ চৌধুরী পাড়ায় এজিএম আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করেছে কোম্পানিটি। একইভাবে ২০১৫ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস এবং ২০১৪ সালে ৫ শতাংশ বোনাস লভাংশ দিয়েছিল কোম্পনির পরিচালনা পর্ষদ।
২০১৬ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৮৪ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৬৪ পয়সা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১ টাকা শুন্য ৬২ পয়সা। গত বছরে একই সময়ে যার পরিমাণ ছিল শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২১ টাকা ৯২ পয়সা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১ টাকা ৯২ পয়সা।