এশিয়া প্যাসিফিকের এজিএম আজ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি নন লাইফ বীমা কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২০১৬ সমাপ্ত বছরে ঘোষিত লভ্যাংশ অনুমোদন, কোম্পানির ব্যালান্স শিট, আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করেছে। আজ ৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের বহুমুখী হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়া প্যাসিফিক। একইভাবে ২০১৫ এবং ২০১৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরের তুলণায় ২০১৬ সমাপ্ত বছরে এশিয়া প্যাসিফিকে শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ২ দশমিক ৯১ শতাংশ। ২০১৬ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সা। এর আগের বছর ২০১৫ সালে যার পরিমাণ ছিল ১৭ টাকা ২০ পয়সা। অর্থাৎ সমাপ্ত বছরে শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ৫০ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ২ দশমিক ৯১ শতাংশ।

অন্যদিকে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১ টাকা ৫২ পয়সা। অর্থাৎ ২০১৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ২ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ ১ দশমিক ৩২ শতাংশ।

কোম্পানিটির ২০১৬ সালে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২ টাকা ১৫ পয়সা। ২০১৫ সালে কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ ছিল ১ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ সমাপ্ত বছরে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ বেড়েছে ৭৯ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ৫৮ শতাংশ।

৩১ ডিসেম্বরে শেষ হওয়া ২০১৬ সালের হিসাববিবরণী থেকে শুরু করে ২১ মে, ২০১৭ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্লেষণ করে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘ মেয়াদী এবং "এসটি -১" স্বল্প মেয়াদে একটি স্থিতিশীল দৃষ্টিভঙ্গী সহ নিরীক্ষিত আর্থিক বিবৃতি উপর ভিত্তি করে কোম্পানিটি ‘এএ-’ রেটিং পেয়েছে কোম্পানিটি।