লভ্যাংশ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে বীমাখাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ২০১৬ সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ বোনাস লভাংশের সুপারিশ করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর আগের বছর ২০১৫ সালেও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০১৪ সালে ২২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, ২০১৬ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৫৬ পয়সা। এর আগের বছর ২০১৫ সালে যার পরিমাণ ছিল ২৫ টাকা ২ পয়সা। অর্থাৎ সমাপ্ত বছরে শেয়ার প্রতি সম্পদ কমেছে ৩ টাকা ৪৬ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ১৩ দশমিক ৮৩ শতাংশ।
অন্যদিকে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, গত বছর ২০১৫ সালে যার পরিমাণ ছিল ২ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ ২০১৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ২৭ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ ৯ দশমিক ১৬ শতাংশ।
কোম্পানিটির ২০১৬ সালে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৭ টাকা ৫৮পয়সা। ২০১৫ সালে কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ ছিল ১ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ সমাপ্ত বছরে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ বেড়েছে ৫ দশমিক ৯৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ সেপ্টেম্বর বেলা ১১.৩০ টায় রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ আগষ্ট নির্ধারণ করা হয়েছে।