৩৪ বীমা কোম্পানির শেয়ার দরে পতন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতায় চলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত বীমাখাতের লেনদেন। এদিনে লেনদেন হওয়া ৪৬টি বীমা কোম্পানির মধ্যে শেয়ার দর কমেছে ৩৪টি কোম্পানির। অন্যদিকে, আজ সোমবার ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যদিয়ে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৪৭ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকা, গত কার্যদিবসে যার পরিমাণ ছিল ১ হাজার ২৬৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকা। অর্থাৎ গত কার্যদিবসের চেয়ে ডিএসইতে আজ লেনদেন কমেছে ১১৫ কোটি ৮৬ লাখ ১৬ হাজার টাকা।
ডিএসই'র বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের ৪৭টি কোম্পানির মধ্যে আজ শেয়ার লেনদেন হয়েছে ৪৬টির। ওঠানামার মধ্য দিয়ে দিনশেষে দর কমেছে ৩৪টির, বেড়েছে ৮টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৪টি কোম্পানির শেয়ার দর। বাকি ১টি কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের আজ কোন শেয়ার লেনদেন হয়নি।
দাম কমে যাওয়া ৩৪টি কোম্পানি হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।
এদিকে, মূল্য সূচক ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে বীমাখাতের সূচক বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
শেয়ার দর বেড়ে যাওয়া অন্যান্য কোম্পানি হলো- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, জনতা ইন্স্যুরেন্স, কর্নফুলী ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
আর শেয়ার দর অপরিবর্তিত থাকা ৪টি কোম্পানি হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।