প্রগতি লাইফের লাইফ ফান্ড বেড়েছে ৫১ কোটি টাকার ওপরে

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিবেদন পর্যালোচনায় দেখাযায়, গত বছরের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ বেড়েছে ৫১ কোটি ৪৫ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রন্তিকে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৬ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা। এর আগের বছর একই সময় কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ছিল ৪৪৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ গত বছরের তুলণায় এ বছরের দ্বিতীয় প্রন্তিকে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ বেড়েছে ৫১ কোটি ৪৫ লাখ টাকা।

অন্যদিকে, দ্বিতীয় প্রন্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ গত বছরের তুলণায় এ বছরের দ্বিতীয় প্রন্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ২৯ লাখ টাকা। শতকরা হিসাবে যার পরিমাণ ২ দশমিক ১৬ শতাংশ।

প্রকাশিত তথ্য অনুসারে, ৩ মাসে (জানুয়ারী- জুন, ২০১৭) কোম্পানিটির লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ২০ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির রেভিনিউ একাউন্টের পরিমাণ ছিল ১৮ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা। আর্থাৎ গত বছরের তুলণায় এ বছরের দ্বিতীয় প্রন্তিকে কোম্পানিটির রেভিনিউ একাউন্ট বেড়েছে ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা। শতকরা হিসাবে যার পরিমাণ ৭ দশমিক ১৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।