ট্রাস্ট ইসলামী লাইফের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ত্রিপাক্ষিক চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস)’র মাধ্যমে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) নিকুঞ্জের ডিএসই টাওয়ারে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রম স্টক এক্সচেঞ্জ ও ট্রাস্ট ইসলামী লাইফের মধ্যে এ ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ডিএসই, সিএসই, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইস্যুয়ার বিএমএসএল ইনভেস্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার (৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবস্ক্রিপশন, চলবে আগামী রোববার (৯ এপ্রিল) পর্যন্ত।