দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ১৩ বীমা কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১৩টি কোম্পানি। কোম্পানি ১৩টি হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সেন্টাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, কর্নফুলী ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিবেদনে ২০১৭ সালে এপ্রিল-জুন মাসের একই সাথে জানুয়ারি-জুন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অগ্রণী ইন্স্যুরেন্স: সূত্র মতে, অগ্রণী ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৩৮ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৮৫ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১৩ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৮৩ পয়সা।
একই ভাবে, ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৭ পয়সা। ২০১৬ সালে ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ১৭ টাকা ১৩ পয়সা।
এশিয়া ইন্স্যুরেন্স: সূত্র মতে, এশিয়া ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৪১ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৭৪ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৬৩ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১ পয়সা।
একই ভাবে, ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮১ পয়সা। ২০১৬ সালে ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ১৭ টাকা ৩ পয়সা।
সেন্টাল ইন্স্যুরেন্স: সূত্র মতে, সেন্টাল ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৪৩ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ১টাকা ৭ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ২৭ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৯০ পয়সা।
একই ভাবে, এবছর ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ১৫ পয়সা। ২০১৬ সালে ৩০ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ২২ টাকা ৮৩ পয়সা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স: সূত্র মতে, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৫৩ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৯৪ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৪১ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৪৭ পয়সা।
একই ভাবে, এবছর ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৫ পয়সা। ২০১৬ সালে ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ১৫ টাকা ৬০ পয়সা।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স: তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রন্তিকে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৬ কোটি ১৮ লাখ ২ হাজার টাকা। এর আগের বছর একই সময় কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৩৪২ কোটি ১৭ লাখ টাকা।
প্রকাশিত তথ্য অনুসারে, ৩ মাসে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ৫ কোটি ৪১ লাখ ৪ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির রেভিনিউ একাউন্টের পরিমাণ ছিল ৫ কোটি ৩ লাখ ৩ হাজার টাকা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ৪৫ কোটি ৯৩ লাখ ৪ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৩৯ কোটি ২২ লাখ ৭ হাজার টাকা।
ফেডারেল ইন্স্যুরেন্স: সূত্র মতে, ফেডারেল ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ১১ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ২২ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৫১ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১২ পয়সা।
একই ভাবে, এবছর ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ১৬ পয়সা। ২০১৬ সালে ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ১০ টাকা ৯২ পয়সা।
কর্নফুলী ইন্স্যুরেন্স: সূত্র মতে, কর্নফুলী ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ২৫ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৬১ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৪৩ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১৯ পয়সা।
একই ভাবে, এবছর ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সা। ২০১৬ সালে ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ১৮ টাকা ৪৮ পয়সা।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স: তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রন্তিকে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৩২ কোটি ৬ লাখ ৬ হাজার টাকা। এর আগের বছর একই সময় কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ছিল ২ হাজার ৭৬৬ কোটি ৫৭ লাখ ৮ হাজার টাকা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৪১ কোটি ১৮ লাখ ৫ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ২ হাজার ৬১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকা।
প্রকাশিত তথ্য অনুসারে, ৩ মাসে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ২৬ কোটি ৭৬ লাখ ১ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির রেভিনিউ একাউন্টের পরিমাণ ছিল ৫৪ কোটি ৪ লাখ টাকা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ৬৪ কোটি ১২ লাখ টাকা। এর আগের বছর একই সময়ে যা কমে দাঁড়িয়েছিল ২০৭ কোটি ৯৮ লাখ ৯ হাজার টাকা।
প্রাইম ইন্স্যুরেন্স: সূত্র মতে, প্রাইম ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৬৪ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৯৫ পয়সা।
তবে, এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২ টাকা ৮২ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৪ পয়সা।
একই ভাবে, এবছর ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫ পয়সা। ২০১৬ সালে ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ১৬ টাকা ৩৯ পয়সা।
প্রভাতী ইন্স্যুরেন্স: সূত্র মতে, প্রভাতী ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৩৯ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৯৬ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৬৩ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১৪ পয়সা।
একই ভাবে, এবছর ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৮ পয়সা। ২০১৬ সালে ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ১৬ টাকা ৫৯ পয়সা।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রন্তিকে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭০ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকা। এর আগের বছর একই সময় কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ছিল ৮৪৩ কোটি ৫৮ লাখ টাকা।
প্রকাশিত তথ্য অনুসারে, ৩ মাসে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ৪১ লাখ ৩ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির রেভিনিউ একাউন্টের পরিমাণ কমে দাঁড়িয়েছিল ৩৫ কোটি ৪৩ লাখ ৪ হাজার টাকা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা কমে দাঁড়িয়েছিল ৬২ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।
স্টান্ডার্ড ইন্স্যুরেন্স: সূত্র মতে, স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ১১ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ১৮ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ৭২ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১১ পয়সা।
একই ভাবে, এবছর ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৩ পয়সা। ২০১৬ সালে ৩০ জুন এনএভির পরিমাণ ছিল ১৮ টাকা ৯ পয়সা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: সূত্র মতে, ইউনাইটেড ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৭৮ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪১ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৩৭ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৪৫ পয়সা।
একই ভাবে, এবছর ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৬ পয়সা। ২০১৬ সালে ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ২৮ টাকা ৬৪ পয়সা।