৬ বীমা কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৬টি কোম্পানি। কোম্পানি ৬টি হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিবেদনে ২০১৭ সালে এপ্রিল-জুন মাসের এবং জানুয়ারি-জুন মাসের অনিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রন্তিকে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৯ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ১ হাজার ৪০৮ কোটি ২৬ লাখ ৪ হাজার টাকা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৮ কোটি ২৩ লাখ ৭ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১ হাজার ৪১৫ কোটি ৫২ লাখ ৫ হাজার টাকা।
প্রকাশিত তথ্য অনুসারে, ৩ মাসে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ১০ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির রেভিনিউ একাউন্টের পরিমাণ ছিল ৩০ কোটি ৯৬ লাখ টাকা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ১৯ কোটি ২৪ লাখ ৭ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৩৮ কোটি ২২ লাখ ১ হাজার টাকা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: সূত্র মতে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ২২ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৪১ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৩৫ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ২৬ পয়সা।
একই ভাবে, ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সা। ২০১৬ সালের ৩০ জুনে এনএভির পরিমাণ ছিল ১৩ টাকা ৪৩ পয়সা।
জনতা ইন্স্যুরেন্স: সূত্র মতে, জনতা ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ১৩ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৪০ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১২ পয়সা।
একই ভাবে, ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮২ পয়সা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ১৩ টাকা ৩৯ পয়সা।
ফিনিক্স ইন্স্যুরেন্স: সূত্র মতে, ফিনিক্স ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৮৮ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৫৮ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৯০ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৭৭ পয়সা।
একই ভাবে, ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭২ পয়সা। ২০১৬ সালের ৩০ জুনে এনএভির পরিমাণ ছিল ৩৪ টাকা ৬৪ পয়সা।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: সূত্র মতে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৩২ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৬২ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ২২ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৮২ পয়সা।
একই ভাবে, ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫২ পয়সা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ১৫ টাকা ৯৮ পয়সা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: সূত্র মতে, ইস্টার্ন ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছর ঐসময়ে যা ছিল ৫২ পয়সা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা।
এবছর প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৫ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১২ পয়সা।
একই ভাবে, ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৯ পয়সা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বরে এনএভির পরিমাণ ছিল ৩৯ টাকা ২৫ পয়সা।