মেঘনা লাইফের লাইফ ফান্ড বেড়েছে ৭১ কোটি টাকার ওপরে
নিজস্ব প্রতিবেদক: প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিবেদন পর্যালোচনায় দেখাযায়, গত বছরের দ্বিতীয় প্রন্তিকের থেকে শুরু করে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ বেড়েছে ৭১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা। একই ভাবে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ড বেড়েছিল ৯৩ কোটি ৩২ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিক: তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রন্তিকে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৯ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১ হাজার ৪০৮ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ গত বছরের দ্বিতীয় প্রন্তিকের থেকে শুরু করে এ বছরের দ্বিতীয় প্রন্তিক পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ বেড়েছে ৭১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৮ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১ হাজার ৪১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ গত বছরের প্রথম ৬ মাসে থেকে শুরু করে এ বছরের পর্যন্ত প্রথম ৬ মাস পর্যন্ত কোম্পানিটির লাইফ ফান্ড বেড়েছে ৭২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা।
প্রকাশিত তথ্য অনুসারে, গত ৩ মাসে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ১০ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির রেভিনিউ একাউন্টের পরিমাণ ছিল ৩০ কোটি ৯৬ লাখ টাকা। একই ভাবে, এবছর জানুয়ারি-জুন পর্যন্ত লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ১৯ কোটি ২৪ লাখ ৭ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৩৮ কোটি ২২ লাখ ১ হাজার টাকা।
প্রথম প্রান্তিক: তথ্য অনুযায়ী, ১ম প্রন্তিকে (জানুয়ারী-মার্চ, ২০১৭) কোম্পানিটির মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ৪৭৭ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১ হাজার ৩৮৪ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ এ বছরের ১ম প্রন্তিকে গত বছরের ১ম প্রন্তিকের চেয়ে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ বেড়েছে ৯৩ কোটি ৩২ লাখ টাকা।
একই ভাবে, ৩ মাসে (জানুয়ারী- মার্চ, ২০১৭) কোম্পানিটির লাইফ রেভিনিউ একাউন্ট দাঁড়িয়েছে ৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৭ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ এ বছরের ১ম প্রন্তিকে গত বছরের ১ম প্রন্তিকের চেয়ে রেভিনিউ একাউন্ট বেড়েছে ১ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা।