অর্ধ-বার্ষিকে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক: অর্ধ-বার্ষিক (জানুয়ারি’১৭-জুন’১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের দ্বিতীয় প্রন্তিকের তুলনায় এবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, অর্ধ-বার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৮ পয়সা। এ হিসেবে অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে ২ পয়সা। শতকরা হিসেবে আয় কমেছে ২ দশমিক ৯ শতাংশ।

এছাড়া দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’১৭-জুন’১৭) কোম্পানির ইপিএস হয়েছে ৩২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা। সে হিসাবেও দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস কমেছে ৯ পয়সা। শতকরা হিসেবে দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ২৮ শতাংশ।

অর্ধ-বার্ষিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ পয়সা। অর্থাৎ এ বছরের প্রথম ৬ মাসে কোম্পানির এনওসিএফপিএস বেড়েছে ৩ পয়সা।

এদিকে, চলতি বছরের ৩০ জুনে এসে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৩২ পয়সা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বরেও যার পরিমাণ ছিল ১৭ টাকা ৩২ পয়সা।