স্পট মার্কেটে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটকে কেন্দ্র করে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কারণে ৬ থেকে ৮ আগষ্ট অর্থাৎ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত স্টক এক্সচেঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে কেনাবেচা হবে। তাই এদিনগুলো তে পুঁজিবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকবে কোম্পানিটির। রেকর্ড ডেটের পরের দিন অর্থাৎ ৮ আগষ্ট এর পরবর্তি কার্যদিবস থেকেই আবার সাভাবিক ভাবে চলবে কোম্পানিটির শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। একই ভাবে ২০১৫ সালে ২০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৬ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এনইউ টাওয়ারে এজিএম আয়োজন করবে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট চলবে আগামী ৮ আগষ্ট।