ন্যাশনাল লাইফের শেয়ার প্রতি দাম কমেছে ২২.৯০ টাকা
নিজস্ব প্রতিবেদক: ২২টি খাতের ৫৬৪টি কোম্পানিকে নিয়ে করা লুজারের তালিকায় শীর্ষে উঠে এসেছে বীমাখাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অর্থৎ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৫৬৪টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার প্রতি দাম কমেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। রেকর্ড ডেটের পরের দিনই অস্বাভাবিক ভাবে শেয়ার প্রতি ২২.৯০ টাকা করে দাম কমলো কোম্পানিটির। বুধবারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষে আগের কার্যদিবসের সমাপনী দর ও সর্বশেষ লেনদেনকৃত দর এর উপর ভিত্তি করে লুজারের শীর্ষ ১০টি কোম্পানিকে নিয়ে করা তালিকায় এ তথ্য প্রকাশ পায়।
কোম্পানিটির শেয়ার প্রতি এর আগের কার্যদিবসের সমাপনী দর ছিল ১৮৪ টাকা ৯০ পয়সা এবং দিনের লেনদেন শেষে শেয়ার প্রতি সমাপনী দর দাঁড়ায় ১৬২ টাকা ১০ পয়সা। অর্থাৎ এদিনে শেয়ার প্রতি মূল্য সূচক ২২ টাকা ৮০ পয়সা করে কমেছে কোম্পানিটির। শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ১২ দশমিক ৩৩ শতাংশ।
কোম্পানিটির এদিনে ৫৮ হাজার ৭৯৭ টি শেয়ার ৩১১ বার হাত বদল হয়ে লেনদেন হয়। যার বর্তমান বাজার মূল্য ৯৫ লাখ ৩০ হাজার ৯৯৩ টাকা।