পুঁজিবাজারে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত ট্রাস্ট ইসলামী লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ এর অর্ধ-বার্ষিকী সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ প্রদানের প্রেক্ষিতে এই পরিবর্তন করা হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৩) থেকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
২০২৩ সালে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং লাইফ ফান্ড ও আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, আমাদের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা। এই লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
তিনি আরো বলেন, আমরা গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আগামীতে গ্রাহকদের জন্য এবং কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশা করছি।