ক্রেডিট রেটিংয়ে ‘এএ-’ পেয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ক্রেডিট রেটিংয়ে ‘এএ-’ পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘ মেয়াদী "এসটি -১" এবং স্বল্প মেয়াদে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি উপর ভিত্তি করে কোম্পানিটি ‘এএ-’ রেটিং পেয়েছে।
৩১ ডিসেম্বরে শেষ হওয়া ২০১৬ সালের হিসাববিবরণী, প্রাসঙ্গিক গুণগত তথ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পপুলার লাইফের এ মান নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।