রূপালী লাইফ ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট ২৪ আগষ্ট। একারণে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে ২৪ আগষ্ট বা বৃহস্পতিবার। রেকর্ড ডেটের পরদিন অর্থাৎ পরবর্তী কার্যদিবস থেকে আবার শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পাানিটির মোট ২ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ১৮১টি শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ৮৭ লাখ ৮৭ হাজার ৭৭২টি শেয়ার যা মোট শেয়ারের ৩১.৬৮ শতাংশ। প্রতিষ্ঠানের রয়েছে ৮১ লাখ ৬৯ হাজার ১৮৮টি শেয়ার বা ২৯.৪৫ শতাংশ এবং সাধারণ জনগণের রয়েছে ১ কোটি ৭ লাখ ৮২ হাজার ২১৯টি শেয়ার বা মোট শেয়ারের ৩৮.৮৭ শতাংশ।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। একই ভাবে ২০১৫ সালেও ১০ শতাংশ নগদ এবং ২০১৪ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

তবে ২০১৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস), শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) কিংবা শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ কত তার কোন তথ্য প্রকাশ করা হয়নি কোম্পানির পক্ষথেকে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এজিএম আয়োজন করবে কোম্পানিটি।