৩৫ শতাংশ লভ্যাংশ দিবে ফারইস্ট ইসলামী লাইফ
নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনস লভাংশ ঘোষণা করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত বৃহস্পতিবার আনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং রোববারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়।
তবে, সমাপ্ত বছরে কোম্পনিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কত দাঁড়িয়েছে, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) কত কিংবা শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ কত তার কোন তথ্য প্রকাশ করা হয়নি কোম্পানির পক্ষথেকে।
২০১৬ সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিবে কোম্পানিটি। আগের বছর ২০১৫ সালে ৩৯ শতাংশ নগদ এবং ২০১৪ সালে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় রাজধানী ঢাকার ৩৫ তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।