প্রাইম ইসলামী লাইফের রেকর্ড ডেট বুধবার
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট ৩০ আগষ্ট। একারণে ৩০ আগষ্ট বা বুধবারে পুঁজিবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকবে কোম্পানিটির । রেকর্ড ডেটের পরদিন অর্থাৎ পরবর্তী কার্যদিবস থেকে আবার স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানিটির শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগের বছর ২০১৫ সালে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস এবং ২০১৪ সালে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
তবে, ২০১৬ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস), শেয়ার প্রতি আয় (ইপিএস) কিংবা শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ কত দাঁড়িয়েছে তার কোন তথ্য প্রকাশ করা হয়নি কোম্পানির পক্ষথেকে।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ অক্টোবর বেলা ১১ টায় রাজধানী ঢাকার গুলশান হলে (হল -১) অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।
কোম্পাানিটির মোট ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৭২ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৪২ দশমিক ১৫ শতাংশ, বিদেশি দশমিক ১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৩ দশমিক ০৩ শতাংশ শেয়ার।