মার্জিন ঋণ গ্রাহকদের তথ্য চেয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ব্রোকারেজ হাউসের কাছে মার্জিন ঋণ গ্রাহকদের বিস্তারিত তথ্য চেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ১০ অক্টোবর, ২০১৭ তারিখের আগেই এ তথ্য দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতির মাধ্যমে ফাইনাল ডিভিডেন্ড ২০১৬ এর জন্য কোম্পানিটির সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস / ডিপিগুলিকে ১০ অক্টোবর, ২০১৭ তারিখে বা তার আগে মার্জিন ঋণ গ্রহীতার বিস্তারিত তথ্য (হার্ড এবং সফট কপি উভয়) প্রদানের অনুরোধ করা হয়েছে কোম্পানির পক্ষথেকে। তথ্যে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ক্লায়েন্ট-ভিত্তিক শেয়ারহোল্ডারের অবস্থান, ব্যক্তি যোগাযোগ ইত্যাদি সংযুক্ত করতে বলা হয়েছে।
কোম্পাানিটির মোট ২ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ১৮১টি শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ৮৭ লাখ ৮৭ হাজার ৭৭২টি শেয়ার যা মোট শেয়ারের ৩১.৬৮ শতাংশ। প্রতিষ্ঠানের রয়েছে ৮১ লাখ ৬৯ হাজার ১৮৮টি শেয়ার বা ২৯.৪৫ শতাংশ এবং সাধারণ জনগণের রয়েছে ১ কোটি ৭ লাখ ৮২ হাজার ২১৯টি শেয়ার বা মোট শেয়ারের ৩৮.৮৭ শতাংশ।
৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। একই ভাবে ২০১৫ সালেও ১০ শতাংশ নগদ এবং ২০১৪ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এজিএম আয়োজন করবে কোম্পানিটি।