এজিএম এর স্থান ও সময় ঘোষণা করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৭ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান এবং সময় ঘোষণা করেছে। ২০১৬ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ এবং ১৭ শতাংশ বোনাস সহ মোট ২৫ শতাংশ লভাংশের সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। তবে এজিএম কোথায় অনুষ্ঠিত হবে সে ব্যাপারে লভাংশের ঘোষোণার সময় জানানো হয়নি । আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি।

কোম্পানির ১৭ তম এজিএম ২৮ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে বেলা ১১ টায় রাজধানীর ট্রাস্ট মিলনেয়াতন, ৫৪৫, পুরাতন এয়ারপোর্ট রোড, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট গত ২৭ জুলাই, ২০১৭ তারিখে নির্ধারণ করেছিল কোম্পানিটি।

কোম্পানিটি সমাপ্ত বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর আগে ২০১৪ সালের জন্য দিয়েছিল ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ২০১২ সালে ৫ শতাংশ বোনাস, ২০১১ সালে ১২ শতাংশ বোনাস একইভাবে ২০১০ সালেও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

তবে ২০১৬ সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস), শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) কিংবা শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) কত দাঁড়িয়েছে তা প্রকাশ করা হয়নি কোম্পানির পক্ষথেকে।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থানরত কোম্পাানিটির মোট শেয়ারের পরিমাণ ১ কোটি ৩ লাখ ৭২ হাজার ৩২০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৯.৫৯ শতাংশ, প্রতিষ্ঠানের ২২.৪৪ শতাংশ এবং সাধারণ জনগণের রয়েছে ৩৭.৯৭ শতাংশ শেয়ার।