প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট রেটিং ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি দীর্ঘ মেয়াদী ক্রেডিট রেটিং ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে "এসটি -২" পেয়েছে। ক্রেডিট রেটিং ‘এএ-’ এর অর্থ হলো অর্থনৈতিক ভাবে কোম্পানিটি যথেষ্ট মজবুত। এর দ্বারা সবচেয়ে কম দায় সম্পন্ন কোন কোম্পানিকে নির্দেশ করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি অর্থনৈতিক অবস্থা এবং পরিবেশ পরিবর্তনের ক্ষমতা রাখে।
আগ্রাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) প্রভাতী ইন্স্যুরেন্সের উক্ত রেটিং নির্ধারণ করেছে। ৩১ ডিসেম্বরে শেষ হওয়া ২০১৬ সালের হিসাববিবরণী, প্রাসঙ্গিক গুণগত তথ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্লেষণ করে প্রভাতী ইন্স্যুরেন্স এ মান নির্ধারণ করা হয়েছে।