মার্জিন ঋণ গ্রাহকদের তথ্য চেয়েছে ফারইস্ট ইসলামী লাইফ
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের তথ্য হাল নাগাদের অনুরোধ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আগামী ২৮ সেপ্টেম্বর, ২০১৭ তারিখের মধ্যে এ তথ্য দিতে বলা হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতির মাধ্যমে ফাইনাল ডিভিডেন্ড ২০১৬ এর জন্য ২৮ সেপ্টেম্বর, ২০১৭ তারিখের মধ্যে বিনিয়োগকারীদের এবং বিভিন্ন ব্রোকারেজ / সিকিউরিটি হাউসের কাছে মার্জিন ঋণ গ্রাহকদের এ তথ্য চাওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে।
বিনিয়োগকারীদের ১২ সংখ্যার ই-টিন নাম্বার সহ বিও একাউন্ট তথ্য নিজ নিজ ডিপির মাধ্যমে রেকর্ড ডেটের পূর্বেই জমা দিতে হবে। আর ব্রোকারেজ / সিকিউরিটি হাউসের কাছে মার্জিন ঋণ গ্রাহকদের তালিকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হার্ড কপি এবং কোম্পানির ইমেইল নম্বর fareast123share@gmail.com এ সফট কপি দিতে বলা হয়েছে। তথ্যে অন্তরভুক্ত করতে হবে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ক্লায়েন্ট-ভিত্তিক শেয়ারহোল্ডারের অবস্থান, মোবাইল নম্বর ইত্যাদি।
২০১৬ সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিবে কোম্পানিটি। আগের বছর ২০১৫ সালে ৩৯ শতাংশ নগদ এবং ২০১৪ সালে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়া হয়েছিল কোম্পানির পক্ষ থেকে।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় রাজধানী ঢাকার ৩৫ তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।