টপটেন গেইনারে এশিয়া প্যাসিফিক ও ডেল্টা লাইফ
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে রয়েছে বীমাখাতের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই তালিকাভুক্ত ৫৬৪টি কোম্পানির মধ্যে বৃহস্পতিবারের লেনদেনে শতকরা হিসেবে দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানিকে নিয়ে করা তালিকায় উঠে আসে কোম্পানি ২টির নাম। এর মধ্যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স গেইনারের দিক দিয়ে বীমা খাতের শীর্ষে ও সার্বিক বাজারে ৪র্থ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বীমা খাতের ২য় ও সার্বিক বাজারে ৯ম স্থানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া প্যাসিফিক: দিনের লেনদেন শুরুর দর এবং সমাপনি দর অনুযায়ী শতকরা হিসাবে গেইনারের দিক দিয়ে বীমা খাতের শীর্ষে এবং সার্বিক বাজারে ৪র্থ স্থানে রয়েছে কোম্পানিটি।
কোম্পানিটির শেয়ার প্রতি সংশোধিত লেনদেন শুরুর দর ছিল ২৪ টাকা এবং দিনশেষে সমাপনী দর দাড়ায় ২৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ বৃহস্পতিবারে শেয়ার প্রতি মূল্য সূচক ৯০ পয়সা করে বেড়েছে কোম্পানিটির। শতকরা হিসাবে যার পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া দিনের লেনদেনে কোম্পানিটির শেয়ার প্রতি সর্বচ্চ দর ছিল ২৫ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ৮০ পয়সা।
এশিয়া প্যাসিফিকের এদিনে ১৫ হাজার ১৩৬টি শেয়ার ২৭ বার হাত বদল হয়ে লেনদেন হয়। যার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৭৪ হাজার টাকা।
ডেল্টা লাইফ: দিনের লেনদেন শুরুর দর এবং সমাপনি দর অনুযায়ী শতকরা হিসাবে গেইনারের দিক দিয়ে বীমা খাতের ২য় এবং সার্বিক বাজারে ৯ম স্থানে রয়েছে কোম্পানিটি।
কোম্পানিটির শেয়ার প্রতি সংশোধিত লেনদেন শুরুর দর ছিল ১০৯ টাকা ৫০ পয়সা এবং দিনশেষে সমাপনী দর দাড়ায় ১০৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ বৃহস্পতিবারে শেয়ার প্রতি মূল্য সূচক ৩ টাকা ২০ পয়সা করে বেড়েছে কোম্পানিটির। শতকরা হিসাবে যার পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক শূন্য ১ শতাংশ। এছাড়া দিনের লেনদেনে কোম্পানিটির শেয়ার প্রতি সর্বচ্চ দর ছিল ১১০ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন দর ছিল ১০৬ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটির এদিনে ৬ লাখ ৯৬ হাজার ৬৫১টি শেয়ার ১ হাজার ৪৪১ বার হাত বদল হয়ে লেনদেন হয়। যার বর্তমান বাজার মূল্য ৭ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।